ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরপাশা ইউনিয়নের প্রতাপ গ্রামে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পাশে ‘বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগার’ এর সাইনবোর্ড টাঙিয়ে সরকারি জমি দখল করে ঘর তোলার অভিযোগ পাওয়া গেছে। প্রতাপ গ্রামের আলমগীর হোসেন আলম নামের এক দুবাই প্রবাসী দেশে এসে আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের এক শতাংশ জমি বালু দিয়ে ভরাট করে ৫০ থেকে ৬০ জন শ্রমিক নিয়ে গত সোমবার রাতে সেখানে কাঠের খুঁটি দিয়ে ঘর তুলেছিল। বিষয়টি জানাজানি হলে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের লোকজন গিয়ে এই কাজ বন্ধ করে দেয়।
মঙ্গলবার সরেজমিনে গিয়ে জানা যায়, প্রায় তিন থেকে চার বছর পূর্বে একই এলাকার সলাম খান ও আলমগীর খান নামের দুই ব্যক্তির কাছ থেকে প্রতাপ বাজারে ১৪ শতাংশ জমি ক্রয় করেন প্রবাসী আলমগীর হোসেন আলম। সেখানে তিনি তিন তলা ভবন নির্মাণ করেন। এর পার্শ্ববর্তী পুলিশের এসআই রফিকুল ইসলাম বসত ঘর ও নির্মাণাধীন দোকান ঘরের সামনে সড়ক ও জনপথ বিভাগের জমির উপরে বালু ফেলে কাঠের খুঁটি দিয়ে একটি ঘর তোলা শুরু করে প্রবাসী আলমগীর হোসেন আলম। বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগার নামের একটি সাইনবোর্ড টাঙানো রয়েছে সেখানে। স্থানীয় যুব সমাজের দাবির প্রেক্ষিতে এই বঙ্গবন্ধু ক্লাব ও পাঠাগারের জন্য ঘর নির্মাণ করা হচ্ছে বলে দাবি প্রবাসী আলমগীর হোসেন আলমের।
তবে স্থানীয় এনামুল ইসলাম নাজু নামের এক যুবক জানায়, এই বাজারে প্রায় ২০ বছর পূর্বে থেকে একটি ক্লাব রয়েছে যেখানে স্থানীয় যুব সমাজ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে। কিন্তু আলমগীর হোসেন আলম ক্লাবের নাম করে অবৈধ ভাবে সরকারি জমি দখল করতে চাচ্ছে।
এ ব্যাপারে প্রবাসী আলমগীর হোসেন আলম বলেন, ওই জমির দলিল ও রেকর্ড আমার নামে। এরপরেও বিভিন্ন সময় কাজ করতে বাধা দেয়ার কারণে সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে আমি আদালতে মামলা করেছি। আদালতের মাধ্যমে সড়ক ও জনপথ বিভাগ যদি এই জমি বুঝে পায় তাহলে আমার কোন আপত্তি নেই।
ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী শেখ নাবিল হোসেন বলেন, গত সোমবার রাতে খবর পেয়ে আমাদের এখান থেকে লোক গিয়ে জমি দখলের বিষয় দেখতে পায়। আমরা এই দখল উচ্ছেদের ব্যাপারে শীঘ্রই ব্যবস্থা নিব।
এব্যাপারে নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, প্রতাপ বাজারে অনুমতি না নিয়ে সরকারি জমির উপরে বালু ফেলে ঘর তুলছেন আলমগীর হোসেন আলম নামের এক ব্যক্তি । আমি গত রাতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেষে ঘটনাস্থলে গিয়ে এই কাজ বন্ধ করেছি।
বিডি-প্রতিদিন/শফিক