‘গাই লড়াইয়ের গান, দুর্নীতি-দুঃশাসন হোক অবসান’ এই স্লোগানে নেত্রকোনায় উদযাপিত হয়েছে উদীচীর ৫১ তম প্রতিষ্ঠিাবার্ষিকী। মঙ্গলবার বিকালে সাড়ে চারটায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন সাবেক উদীচীর সভাপতি অধ্যাপক যতীন সরকার।
এ উপলক্ষে নিউটাউন জেলা উদীচী কার্যালয়ের সামনে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে সেখান থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করে পুনরায় উদীচী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সন্ধ্যায় সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক যতীন সরকার। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, সংগঠনের সম্পাদক অসীত ঘোষ, কোহিনুর বেগম, মৃণাল কান্তি চক্রবর্তী ও মোঃ আলমগীর প্রমুখ। পরে উদীচীর শিল্পীবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
বিডি প্রতিদিন/হিমেল