টাঙ্গাইলের কালিহাতীতে এক গ্রাম পুলিশকে শিবির কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড গ্রাম পুলিশ ফজলুল হকের সাথে এ ঘটনা ঘটে। এ বিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৩ অক্টোবর কালিহাতী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গ্রাম পুলিশ ফজলুল হক।
জিডিতে বলা হয়, গত ১৯ অক্টোবর সিংনা পশ্চিমপাড়া হায়াত আলীর স্ত্রী তানজিলা ওরফে আন্না (৪৮) রাতে তার বাড়িতে লোকজন নিয়ে জামায়াত-শিবিরের কার্যক্রম পরিচালনা করে লোকজনদের মাঝে বিভিন্ন জিহাদি বই, লিফলেটসহ আনুষঙ্গিক পত্রাদি বিতরণ করার সময় একজন গ্রাম পুলিশ হিসেবে ফজলুল হক থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে তানজিলা ওরফে আন্নাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। থানায় খবর দেওয়ার কারণে ওই গ্রাম পুলিশসহ তার ভাতিজির জামাই মীর ইমরুল হাসানকে উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে বাদশা, সিংনা মিয়াবাড়ী গ্রামের মৃত ইসমাইল হোসেন মিয়ার ছেলে সুজন মিয়া, সিংনা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন ফারুক হুমকি দিয়ে আসছে।
হুমকির বিষয়ে গ্রাম পুলিশ ফজলুল হক বলেন, ‘আমার আম্মা-আব্বা আমাকে ফোন দিয়ে বলে তুই বাড়িতে আসিস না ওরা রাস্তায় লাঠি সোটা নিয়ে বসে থাকে। তাদের ভয়ে আমি গ্রাম ছাড়া।’ তবে এ ব্যাপারে উল্লেখিত শিবির কর্মীদের কোনও মন্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক