ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের গার্ড মহিউদ্দিনকে মারধরের ঘটনায় রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা শাহাবউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার এই কমিটি গঠন করা হয়। আহত মহিউদ্দিন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী মহিউদ্দিন ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার রাত ৩টার দিকে কসবা উপজেলার ইমামবাড়ি রেলওয়ে স্টেশন নোয়খালীগামী নোয়াখালী এক্সপ্রেসের গার্ড মো. মহিউদ্দিনকে পুলিশ মারধর করে। এক পর্যায়ে ট্রেন থেকে লাথি মেরে ফেলে দেয়। এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে কসবা থানার এস.আই কামাল হোসেনকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশেরও তিন সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মহিউদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চাপা চৌঁ গ্রামে।
রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) মো. বোরহান উদ্দিন বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা শাহাবউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল