শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ডাক্তার গোপ এলাকার মহাসড়কের পাশে বালুর ট্রাক চাপায় জাকারিয়া নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১১ মাস বয়সি জাকারিয়া ওই এলাকার জনৈক জবেদ আলীর ছেলে। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, ঘটনার সময় শিশু জাকারিয়া খেলছিল। এ সময় বালু নিতে আসা ১২ চাকার একটি ট্রাক বালু তুলতে ওই স্থানে ঘুরছিল। গাড়ি চালাচ্ছিল গাড়ির হেলপার আবুল হোসেন। ট্রাকে আর কেউ ছিল না। গাড়ি পিছানোর সময় পিছনের চাকায় পিষ্ট হয়ে জাকারিয়া ঘটনাস্থলেই মারা যায়। এলাকাবাসী হেলপারকে ধরে পুলিশে দিয়েছে। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বশির আহাম্মেদ বাদল বলেছেন, গাড়িটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক