মাদারীপুর শহরের জেলা পরিষদ সংলগ্ন এলাকার এনায়েত হোসেন নান্নুর বাড়ি থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে সোহান শেখ (১৭) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোরের বাবা হাবিব শেখের দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকে শহরের জেলা পরিষদ সংলগ্ন এলাকার এনায়েত হোসেন নান্নুর ভাড়াটিয়া হাবিব শেখের ছেলে নিঁখোজ ছিলো। পরে রাত ১০টার দিকে একই বাড়ির তিনতলা ভবনের পাশে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সোহানকে। পরে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।
মাদারীপুর সদর থানার এসআই কামরুজ্জামান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করেছে। বেশকিছু ফুটেজ সংগ্রহ করা হয়েছে। শীঘ্রই রহস্য উদঘাটন সম্ভব হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ