নেত্রকোনার সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশ রক্ষার জন্য মগড়া নদী খনন ও সৌন্দর্য্য বৃদ্ধিকরণ এবং অডিটোরিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় শহরের পৌরসভার মোড়ে পুরাতন কোর্ট রোড সড়কে (আইইডির) জনউদ্যোগের ব্যানারে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়।
এতে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশ নিয়ে অচিরেই নদীটি দখলমুক্ত করে খনন ও দুই পাড়ের সৌর্ন্দয্যবর্ধনের দাবি জানান। সেই সাথে জেলা শহরের সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষে অবিলম্বে অডিটোরিয়ামটি নির্মাণের দাবি জানানো হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জনউদ্যোগের আহ্বায়ক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, ফেলো সাংবাদিক শ্যামলেন্দু পাল, মহিলা পরিষদের সম্পাদক তাহেজা বেগম, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সাহিত্য সমাজের সাইফুল্লাহ এমরান, সাংবাদিক আলপনা বেগম, সুজাদুল ইসলাম ফারাস ও দিলওয়ার খান প্রমুখ। এসময় বক্তারা সঠিকভাবে পর্যবেক্ষণ করলে সোমশ্বেরী নদীর উত্তোলিত বালুর আয় দিয়েই নেত্রকোনা জেলাকে সাজিয়ে ফেলা যাবে বলেও উল্লেখ করেন।
বিডি প্রতিদিন/হিমেল