কুষ্টিয়া মিরপুরের কৃষক মিরাজ ওরফে আলমগীর হত্যা মামলায় দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালতের। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে এক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার পুটিমারি গ্রামের মুন্তাজ আলীর ছেলে কামরুল ইসলাম (৩৭) এবং পলাতক আসামী কোরবান আলীর ছেলে কামাল হোসেন (৪০)। এছাড়া এ মামলার বেকসুর খালাস প্রাপ্ত অপর তিন জন হলেন, কোরবান আলী, আকলিমা খাতুন ও রূপালী খাতুন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৪ জুলাই, রাত সাড়ে ১০টায় আসামি কামাল হোসেনের স্ত্রী রূপালী খাতুনের সাথে অবৈধ সম্পর্কের অভিযোগ এনে আসামি কামরুল কৃষক মিরাজকে বাড়ি থেকে ডেকে আনে। এসময় আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মিরাজকে লোহার সাবল দিয়ে পিটিয়ে এবং রামদার কোপে গুরুতর রক্তাক্ত জখম করে।
পরিবারের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আহত মিরাজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এই ঘটনায় ৫ জুলাই নিহত মিরাজের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ৫ আসামির নামোল্লেখসহ মিরপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৫ সালের ২৮মে আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।
আদালতের সরকারী কৌশুলী এ্যাড. অনুপ কুমার নন্দী জানান, মিরপুর থানার মিরাজ হত্যা মামলার চার্জগঠন ও স্বাক্ষী শুনানী শেষে আসামি কামরুল ইসলাম ও কামাল হোসেনে বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীত প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডসহ ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই নারীসহ তিনজনকে বে-কসুর খালাল দিয়েছেন আদালত।
বিডি প্রতিদিন/হিমেল