“বাল্য বিবাহ করবো না; বাল্য বিবাহ দিবো না” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজলোর পরিষদের আয়োজনে বালুগ্রাম আদর্শ কলেজ মাঠে ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদরে নিয়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। অন্যদরে মধ্যে উপস্থতি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসনে, মহিলা বিষয়ক র্কমর্কতা সাহিদ বেগম, সদর উপজেলা চেয়ারম্যান মোখলসেুর রহমান ও ভাইস চয়োরম্যান সোহরাব আলী।
বক্তারা ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর বয়স না হলে বিয়ে দিবেন না এবং বিয়ে করবেন না।
তারা আরো বলেন, বাল্যবিয়ে প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল