বাগেরহাটের মোরেলগঞ্জে চলছে বিজয় ফুল উৎসব। উপজেলার ৪শ’ ৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠান এ উৎসবে যোগ দিয়েছে।
বুধবার বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকারি বালিকা বিদ্যালয়ে মাধ্যমিক স্তর ও সেরেস্তাদারবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, সহকারি শিক্ষা কর্মকর্তা অসীম কুমার সরকার, প্রধান শিক্ষক কামরুল ইসলাম বাবলু, মো. এনছান উদ্দিন, তানজিমা খানম, হারুন অর রশিদ, ওমর ফারুক, রেহেনা রিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন এ সময় উপস্থিত ছিলেন।
নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনা উপলব্ধি ও সংগ্রামী ইতিহাস জানানোর উদ্দেশে উপজেলা পর্যায়ে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উদ্দেশে এ উৎসবের আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন