লক্ষ্মীপুরে দরিদ্রপীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় স্কুল মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে স্থানীয় ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এ কার্যক্রমের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিদিনের দুপুরের খাবার ব্যবস্থা করা হবে। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভূঁইয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনছুর আলী চৌধুরী, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি ও লেখাপড়ার মান বাড়ার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যও ভালো থাকবে।
বিডি-প্রতিদিন/শফিক