১৮ নভেম্বর, ২০১৯ ১০:৫২

'সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করুন, নতুবা মুক্তি সম্ভব নয়'

অনলাইন ডেস্ক

'সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করুন, নতুবা মুক্তি সম্ভব নয়'

পীর ফজলুর রহমান মিসবাহ

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, ঘরের অভাব দূর করতে পারে আপনার সন্তান। তাই পরিবারের অন্ধকার দূর করতে সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করুন। নতুবা আমাদের মুক্তি সম্ভব নয়।

গতকাল রবিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, আপনার সন্তান কলেজে এসেছে কিনা, ঠিকমতো পড়াশোনা করছে কি-না তার খোঁজখবর নিন। কেবল কলেজে পাঠিয়ে ক্ষান্ত হবেন না। কলেজে এসে শিক্ষকদের সাথে সন্তানের নানা সমস্যা নিয়ে আলাপ করুন। কলেজ কর্তৃপক্ষ এসব বিষয় এড়িয়ে চললে আমাকে জানান। তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। 

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, লেখাপড়াকে ইবাদত মনে করতে হবে। শিক্ষার আলোয় নিজেকে আলোকিত করে বিশ্ব দরবারে উপনীত হতে হবে। নইলে পরিবারের সম্পদ না হয়ে বোঝায় পরিণত হতে হবে। তথ্যপ্রযুক্তির নেতিবাচক দিক থেকে নিজেকে সংযত রেখে পড়াশোনা চালিয়ে যেতে হবে।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর