১৯ নভেম্বর, ২০১৯ ১৬:৩৭

পুলিশি বাধায় দিনাজপুরে কৃষকদলের মানববন্ধন পণ্ড

দিনাজপুর প্রতিনিধি

পুলিশি বাধায় দিনাজপুরে কৃষকদলের মানববন্ধন পণ্ড

পুলিশের বাধার মুখে পিয়াজসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে জাতীয়তাবাদী কৃষকদলের মানববন্ধন পণ্ড হয়ে গেছে। পরে বিএনপির দলীয় কার্যালয় গেইটে প্রতিবাদ সমাবেশ করেন তারা।

মঙ্গলবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয়তাবাদী কৃষকদল দিনাজপুর শাখা মানববন্ধন পালনের প্রস্তুতি নেয়। একই সঙ্গে সকাল থেকেই পুলিশ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় বিএনপির দলীয় কার্যালয়ের বাইরে নেতাকর্মীরা মানববন্ধন করতে চাইলে পুলিশ নেতাকর্মীদের গেটের সামনে আটকে দেয়। পরে গেটের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

এ সময় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মিসেস রেজিনা ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহিন খান, জেলা কৃষকদলের সভাপতি আফতাব উদ্দীন আহম্মেদ মন্ডল, জেলা কৃষকদলের সহ-সভাপতি মুখলেসুর রহমান, মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো. আলী আকবর, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম ডাল্টন, প্রচার সম্পাদক মো. বেলাল হোসেন, বিএনপি নেতা আমিনুল ইসলাম মুন্না, জেলা যুবদলের সহ-সভাপতি মঞ্জুর মুর্শেদ সুমনসহ কৃষকদল ও বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর