১৯ নভেম্বর, ২০১৯ ১৯:২৩

৫৮ বছরে এবার সর্বোচ্চ লবণ উৎপাদন

অনলাইন ডেস্ক

৫৮ বছরে এবার সর্বোচ্চ লবণ উৎপাদন
এ বছর লবণ উৎপাদনে বাংলাদেশ বিগত ৫৮ বছরের লবণ উৎপাদনের রেকর্ড ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বাংলাদেশ লবণ মিল মালিক সমিতি। তারা বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হয়েছে লবণের মৌসুম। কক্সবাজারের উপকূলীয় এলাকাগুলোতে লবণ উৎপাদন হচ্ছে। গত মৌসুমে লক্ষ্যমাত্রা ছিল ১৮ লাখ মেট্রিক টন। বিপরীতে উৎপাদন হয়েছে ১৮ লাখ ২৪ হাজার মেট্রিক টন। যা বিগত ৫৮ বছরের লবণ উৎপাদনের রেকর্ড ছাড়িয়েছে। গেল মৌসুমের উদ্বৃত্ত প্রায় ৬ লাখ মেট্রিক টন লবণ দিয়ে আরও অন্তত দুই মাস চলবে।
 
মঙ্গলবার দুপুরে কক্সবাজারের একটি তারকা হোটেলের হল রুমে অনুষ্ঠিত সভায় লবণ মিল মালিক সমিতির সাধারণ সভায় এসব কথা জানানো হয়।
 
সভায় লবণ মিল মালিকরা আরও বলেন, অসাধু ব্যবসায়ীরা লবণের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বৃদ্ধির অপচেষ্টায় লিপ্ত। লবণের কেজি ১৫০ টাকায় বিক্রি হচ্ছে অপপ্রচার চালিয়ে স্বয়ংসম্পূর্ণ লবণ শিল্পকে ধ্বংসের অপচেষ্টা চালানো হচ্ছে। এজন্য অপপ্রচারকারীদের চিহ্নিত করে তারা দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান।
 
সভায় মিল মালিক সমিতির সভাপতি নুরুল কবির, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম, আফতাব হোসেন, মাস্টার আব্দুল কাদের, এম কায়সার ইদ্রিস, মো. ফজলুল হক, ওমর ফারুক মিঠু, সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
 
বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর