বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রাম থেকে ভুয়া সিআইডি কর্মকর্তা বেল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে তাকে আটকের পর পুলিশের মামলায় গ্রেফতার দেখিয়ে আজ রবিবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত বেল্লাল বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার চন্ডিপুর এলাকার বাসিন্দা ওমর আলী সিকদারের ছেলে।
চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু জানান, কালাম রাড়ির মেয়ে সাদিয়া খানম স্বামীর বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করায় ওই মামলায় বর্তমানে কারাগারে রয়েছে স্বামী শহিদুল ইসলাম। তার সাথে কারাগারে ছিল আটক বেল্লালও। সেখানে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সম্প্রতি বেল্লাল মামলা থেকে জামিনে বের হয়ে শহিদুলের পরামর্শে ভুয়া সিআইডি কর্মকর্তা সেজে ওই বাড়িতে এসে সমঝোতার প্রস্তাব দেয়। তাতে রাজী না হলে বেল্লাল ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এরপর বিষয়টি বানারীপাড়া থানায় অবহিত করা হয়। পুলিশ ওই রাতেই তাকে আটক করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেল্লাল সকল ঘটনা খুলে বলে।
বানারীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) জাফর আহম্মেদ জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বেল্লালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলায় বেল্লালকে গ্রেফতার দেখিয়ে আজ রবিবার আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ