চাঁদাবাজি ডাকাতিসহ অসংখ্য মামলার আসামি, বহিষ্কৃত ইউপি সদস্য ও কথিত কুতুব বাহিনীর প্রধান কুতুব উদ্দিনকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।
শনিবার রাতে অভিযান চালিয়ে লামা ফাঁসিয়াখালী ইউনিয়নের কুরুপপাতা ঝিরি হতে তাকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আমিনুল হক সঙ্গীয় উপ-পরিদর্শক জয়নাল আবেদীন ও আয়াত উল্লাহ ও পুলিশ সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, অসংখ্য মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি কুতুব উদ্দিনকে শনিবার রাতে আটক করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। আদালত দুইটি জামিন আবেদন খারিজ করে তাকে জেল হাজতে প্রেরণ করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন