কুমিল্লার লেখক ও গবেষক আবদুল আউয়াল হেনা মৃত্যুবরণ করেছেন।
রবিবার বিকালে কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় তৃতীয় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শনিবার রাত ১০টার দিকে কুমিল্লা নগরীর টমছম ব্রিজের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৭৫বছর।
তার ছেলে শামসের তাবরীজ জানান, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার প্রথম জানাজা নগরীর মুন্সেফ বাড়ি, ২য় জানাজা সুজানগরে অনুষ্ঠিত হয়। কর্মজীবনে তিনি জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখায় চাকরি করেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রতিষ্ঠাতা আনন্দ চন্দ্র রায় ও বার্ড প্রতিষ্ঠাতা ড. আখতার হামিদ খানকে নিয়ে তার কিছু গবেষণাধর্মী কাজ রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন