শেরপুরের ঝিনাইগাতীতে প্রতিবছরের মতো এবারও আদিবাসী গারোদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব ওয়ানগালা উৎসব উদযাপিত হয়েছে। রবিবার দিনব্যাপী মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জা চত্তরে ওই উৎসবের আয়োজন করা হয়।
সকাল ৯টায় থক্কা অনুষ্ঠানের মধ্যদিয়ে ওয়ানগালা অনুষ্ঠানের সূচনা করেন বরিশাল ক্যাথলিক ধর্ম প্রদেশের বিশপের সেক্রেটারী খামাল ফাদার অনল টেরেন্স কস্তা সিএসসি। তাকে সহযোগিতা করেন মরিয়মনগর ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি এবং সহকারী পাল পুরোহিত ফাদার আশীষ রোজারিও সিএসসি।
উৎসবে ক্রুশচত্বরে বাণী পাঠ (মান্দিতে), খামালকে খুথুব ও থক্কা প্রদান, জনগণকে থক্কা দেয়া, পবিত্র খ্রীষ্টযাগ, দানসংগ্রহ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নকগাথা অনুষ্ঠান ও প্রার্থনা করা হয়। গারো সম্প্রদায়ের কয়েকশত মানুষ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনায় অংশ নেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গারোদের নিজস্ব ভাষায় গান ও নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে সন্ধ্যায় র্যাফেল ড্র শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার