পিরোজপুরের কাউখালী উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষার শেষ দিন রবিবার দুপুরে উপজেলার সকল শিক্ষাথীদের মাঝে টিফিন বিতরন করা হয়েছে। কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাঈদ মনু মিয়ার ব্যক্তিগত তহবিল থেকে পরীক্ষার্থীদের মাঝে এ টিফিন বিতরণ করা হয়।
কাউখালী উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাকিম জানান, উপজেলায় ১ হাজার ১ শত ৯৪ জন শিক্ষার্থী প্রাথমিক সমাপনী পরীক্ষায় কাউখালী উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়। তবে পরীক্ষা থেকে শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণের বিষয়টি খুবই ভালো। এতে করে পরীক্ষার্থীরা আরো লেখা-পড়ার দিকে আরো উৎসাহ পাবে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক সুব্রত বড়ুয়া জানান, পরীক্ষার্থীদের মাঝে এই খাবার বিতরণটা তাদের মাঝে উৎসবমূখর পরিবেশের সৃষ্টি করেছে। এই উদ্যোগকে শিক্ষকরা স্বাগত জানিয়েছে কাউখালী উপজেলা চেয়ারম্যানেকে ধন্যবাদ জ্ঞাপন করেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন