ময়মনসিংহের গফরগাঁওয়ে মাসব্যাপী স্বদেশী পণ্য মেলা ও প্রেসক্লাব ভবনের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় প্রেসক্লাবের উদ্যোগে স্বদেশী পণ্য মেলা আয়োজন করা হয়।
রবিবার সন্ধ্যায় পৌর শহরের জেলা পরিষদ ডাকাবাংলো মাঠে স্বদেশী পণ্য মেলা উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। এর আগে নবনির্মিত প্রেসক্লাব ভবনের উদ্বোধন করা হয়।
পরে মেলা প্রাঙ্গণে প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান মিন্টুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদা ইয়াসমিন।
আলোচনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাবান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান।
এ সময় সাংবাদিক ফকির এ মতিন, আজিম উদ্দিন মাস্টার, আব্দুল্লাহ আল আমিন বিপ্লব, ভালুকা প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক আসাদুজ্জামান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন