কিশোরগঞ্জের হোসেনপুরে ট্রাক্টর চাপায় রানা (১৭) নামে একজন নিহত হয়েছেন। তিনি বীর পাইকসা গ্রামের আবু তাহেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বাড়ি থেকে স্কুটি চালিয়ে কিশোরগঞ্জ শহরে যাবার পথে নয়াপাড়া নামক স্থানে পিছন থেকে বালুভর্তি একটি ট্রাক্টর তাকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন