টানা তিন দিন থেকে চলতে থাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। চরম দুর্ভোগে পড়েছে রোগী ও তার স্বজনরা। প্রতিনিয়ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধর্মঘট ডাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও নার্সেদের কাছে জিম্মি হয়ে পড়েছেন রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে নার্স-ইন্টার্ন চিকিৎসকরা। ফলে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া থেকে বিরত রয়েছেন নার্স, ইন্টার্ন চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা। চরম দুভোর্গে পড়েছেন রোগী ও তাদের স্বজনেরা।
বৃহস্প্রতিবার সারাদিন চিকিৎসা সেবা না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ রোগীরা।
এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহদাত হোসেন বলেন, হাসপাতালে ইন্টান ডাক্তার ও নার্সের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। আশা করছি ধর্মঘট প্রত্যাহার হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার