ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রাজনীতি এখন পূঁজিতে পরিণত হয়েছে। রাজনীতি করে একদল মানুষ কলাগাছ নয় বরং রাতারাতি বটগাছ বনে গেছে।
বরিশালের চরমোনাই দরবার শরীফ মাঠে ৩ দিনব্যাপী বার্ষিক মাহফিলের আখেরী মোজাতপূর্ব সমাপনী বয়ানে আজ শুক্রবার সকালে এসব কথা বলেন তিনি। পীর সাহেব আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শ বিসর্জন দিয়ে রাজনীতি নয় বরং আদর্শকে আঁকড়ে ধরে ইবাদাতের রাজনীতি করে।
তিনি বলেন, একদল আলেম নিজেদের দুর্বলতা ঢেকে রাখার জন্য অন্যের সমালোচনা করে। তিনি কুরআন হাদীসের উপর চলার চেষ্টা করে ধর্মপ্রাণ মানুষকে কুরআন হাদীসের নির্দেশিত পথে চলতে আহ্বান করেন।
সমাপনী বয়ান শেষে গতকাল সকাল সাড়ে ৮টায় পীর সাহেব চরমোনাইর পরিচালানায় আখেরী মোনাজাতে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা ও মুসলিম উম্মাহর সামগ্রিক কল্যাণ এবং রোহিঙ্গা, ফিলিস্তিন, সিরিয়া, কাশ্মীরসহ বিশ্বের বিভিন্ন স্থানে নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে কৃপা কামনা করা হয়। এ সময় চরমোনাই সহ আশপাশের এলাকায় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।
এর আগে গত মঙ্গলবার বাদ জোহর পীর সাহেব চরমোনাই উদ্বোধনী বয়ানের মাধ্যমে এবারের মাহফিলের সূচনা করেন।
বিডি প্রতিদিন/ফারজানা