মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কের ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজার এলাকায় একটি ট্রাক উল্টে খাদে পড়ে সানোয়ার সেখ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আর এ সময় আহত হয়েছে আরও ৪ শ্রমিক।
শুক্রবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ইছাইল গ্রামে। সে ওই গ্রামের আবদুল মান্নানের পুত্র। তারা তিন ভাই এক বোন। সে ভাইদের মধ্যে ছোট।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সহস্রাইল বাজারে শ্রমিক নিয়ে নেত্রকোনা থেকে মংলাগামী একটি ট্রাক উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার চালিয়ে ট্রাকের নিচ থেকে সানোয়ার সেখ নামে একজনের লাশ উদ্ধার করে। বাকি আহতদের চিকিৎসার জন্য বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক তাইজুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচ থেকে সানোয়ার সেখ নামে একজনের লাশ উদ্ধার করে। তিনি বলেন, নিহতের ভাই কোন দাবি-দাওয়া না করে লাশ নিয়ে যাবে বলে আমাদের জানিয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা