নেত্রকোনার কেন্দুয়া মদন আভ্যন্তরীণ সড়কের গুগবাজার নামক স্থানে অটোরিকশা সিএনজির মুখোমুখি সংঘর্ষে খাদিজা খানম জিনু (২৭) নামে কলেজছাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অটোরিকশায় থাকা কাঁচামালের ব্যবসায়ী ও সিএনজির বাকী চার যাত্রী আহত হন। আহতরা হলেন কাঁচামাল ব্যবসায়ী অটোরিকসার যাত্রী দুলাল মিয়া (৫৫), সিএনজি যাত্রী হাবিজুর রহমান (২৬), বাপ্পি (২২), মনিরুজ্জামান খান (৫৫) ও মোনায়েম খান (১৬)। এসময় পুলিশ সিএনজি চালক মদনের বাসিন্দা গোলাপ মিয়াকে আটক করে কেন্দুয়া থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জনান, শুক্রবার দুপুরে মদন থেকে যাত্রীবাহি একটি সিএনজি কেন্দুয়ার দিকে আসছিল। এসময় কেন্দুয়া থেকে মদন কাইটইল বাজারের জন্য কাঁচামাল নিয়ে অটোরিকশা যাওয়ার পথে গুগবাজার এলাকায় শাপলা মিলের সামনে দু'টোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে খাদিজা খানম নামে মদনের এক কলেজছাত্রী নিহত হন। নিহত এবং আহতরা প্রত্যেকেই মদন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এদিকে সিএনজিসহ চালককে আটক করতে পারলেও পুলিশ অটোরিকসা চালককে আটক করতে পারেনি। ঘটনার সাথে সাথেই তিনি সটকে পড়েন। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় রয়েছে চালক। আহতদের সাথে কথা বলছেন। মামলা দিলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ