চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় চুরির অভিযোগ করায় পুলিশের এসআই আব্দুর রোউফ অভিযোগকারী হাবিবুর রহমান (৩৯) নামে এক ব্যক্তিকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা ১১ টার দিকে নাচোল ইসলামী ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে।
অভিযোগকারী হাবিবুর রহমান নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ধাঁঐল গ্রামের রবিউল ইসলামের ছেলে। তবে অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন নাচোল থানার ওসি মো. সেলিম রেজা।
অভিযোগে জানা গেছে, গত ২০ নভেম্বর নাচোল-রাজবাড়ি সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি মারা গেলে অটোচালক অটো রেখে পালিয়ে যায়। এঘটনার পর মোহাম্মাদপুর দিঘীপাড়ার মৃত সৈয়ব আলীর ছেলে আমিন (৩০) রেখে যাওয়া অটো গাড়ির ব্যাটারি পরিবর্তন করে নেন বলে অভিযোগ হাবিবুরের। এর আগে নাচোল থানার এসআই নুরনবী অটো গাড়িটি উদ্ধার করে নাচোল নিয়ে যান। এদিকে ব্যাটারি পরিবর্তনকারী আমিনকে শুক্রবার সকালে নাচোল বাসষ্ট্যান্ড মোড়ে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পাওয়ার আধা ঘণ্টা পর নাচোল থানার এসআই আব্দুর রোউফ ঘটনাস্থলে এসে দেখা করে যান এবং 'পরে আসছি' বলে চলে যান। এরপর প্রায় পৌণে ১ ঘণ্টা পর এসআই আব্দুর রোউফ এসে পুরো ঘটনা না জেনেই অভিযোগকারী হাবিবুর রহমানকে চড়থাপ্পড় মেরে শতাধিক লোকের সামনে মোটরসাইকেলে উঠিয়ে নাচোল থানায় নিয়ে যান এবং এসআই আব্দুর রোউফ অভিযোগকারী হাবিবুরকে আটকে রেখে সাদা কগজে স্বাক্ষর করে ছেড়ে দেন বলে অভিযোগ।
এদিকে এসআই কর্তৃক অভিযোগকারীকে মারপিট ও সাদা কাগজে স্বাক্ষর নেয়ার ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন এবং এ নিয়ে বিরাট কাহিনী আছে যা মোবাইলে বলা সম্ভব নয় বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/হিমেল