কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রধান উপদেষ্টা ও সাবেক সভাপতি কমরেড মনজুরুল আহসান খানসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে সিপিবির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় জেলা সিপিবি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে রঙমহল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, আবুল হাসেম বিএসসি, অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, সেলিম উদ্দিন খান প্রমুখ।
বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। উল্লেখ্য, বৃহস্পতিবার জামালপুরের মাদারগঞ্জে কমিউনিস্ট পার্টির এক অনুষ্ঠানে প্রখ্যাত সিপিবি নেতা কমরেড মনজুরুল আহসান খানের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকায় মিছিল বের করলে সেখানেও হামলা চালায় সরকার দলীয় সমর্থকরা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ