শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে নড়িয়া বিহারী লালা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানিসম্পদ উপমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। পানিসম্পদ উপমন্ত্রী তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের কর্মী হওয়া গৌরবের। শেখ হাসিনার কর্মী হওয়া অহংকারের। শেখ হাসিনার নের্তৃত্বে সব সময় থাকবে। যাদের মানুষ ভয় পায় তাদের নেতা হওয়ার দরকার নেই। আর যাদের মানুষ ভালোবাসবে তাদের নেতা বানাতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী প্রতিটি গ্রামকে শহরের মত গড়ে তুলবে। আওয়ামী লীগ সরকার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়। আমরা তিন এমপি মিলে শরীয়তপুর জেলার যতগুলো বিদ্যালয় এমপিওভুক্ত করতে চেয়েছি শেখ হাসিনা সবগুলো বিদ্যালয় এমপিওভুক্ত করেছেন।
তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে পদ্মা সেতু হয়, শরীয়তপুরের মানুষ নদী ভাঙ্গন থেকে রক্ষা পায়। পদ্মা সেতু হচ্ছে, ২০২৫ সালের মধ্যে মেঘনা সেতুও বাস্তবায়ন হবে । শেখ হাসিনার দেশ, পিছাবে না বাংলাদেশ। আর বিএনপির তারেক-খালেদার আমলে দেশ ১০০ বছর পিঁছিয়েছে। তাই তারেক-খালেদা কোন দিনই ক্ষমতায় আসতে পারবে না।
নড়িয়া আওয়ামী লীগের সভাপতি হাসান আলী রারির সভাপতিত্বে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ