লক্ষ্মীপুরে মোটর সাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. নাঈম নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতার গোপটা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে রামগতির অভিমুখে মোটরসাইকেলযোগে রওনা হন কলেজে পড়ুয়া ৩ বন্ধু। দ্রুতগতির মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী নাঈম ঘটনাস্থলে নিহত হন। তার অপর দুই বন্ধু ও সিএনজি চালক আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র ও সদর উপজেলার জকসিন এলাকার জাহাঙ্গীরের ছেলে।
আহতরা হলেন- রাসেল, মাহি ও সিএনজি চালকসহ ৩ জন। এর মধ্যে আহত মাহিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া দুর্ঘটনার কারণ জানাতে না পারলেও খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম