ময়মনসিংহের ফুলপুরে রবিদাস ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমবায় সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের সখল্যা মোড়ে রবিদাসের অস্থায়ী কার্যালয়ে আজ শুক্রবার বিকাল সাড়ে তিনটায় ওই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পর সদস্যদের মাঝে সমিতির পাস বই বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন রবিদাস নৃ-গোষ্ঠী সমবায় সমিতির সভাপতি নিরঞ্জন রবিদাস। এ সময় সভায় রবিদাস ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সমবায় সমিতির সাধারণ সম্পাদক লিটন রবিদাস, সহ-সাধারণ সম্পাদক জিতু রবিদাস, সাংগঠনিক সম্পাদক রঞ্জন রবিদাস, সহ- সাংগঠনিক সম্পাদক রঞ্জিত রবিদাস, অর্থ সম্পাদক যোগেশ রবিদাস, দপ্তর সম্পাদক সুজল রবিদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক রতন রবিদাস, ধর্ম বিষয়ক সম্পাদক যোগেশ রবিদাস (পূজারী), অর্ণব রবিদাস, কাজলী রবিদাস, নির্মল রবিদাস, কার্তিক রবিদাস, দিলীপ রবিদাস, কানাই রবিদাস, সুবল রবিদাস, মনো রবিদাস, উজ্জ্বল রবিদাস, রেনুয়া রবিদাস, নাগিনা রবিদাস, মধুয়া রবিদাস, শংকর রবিদাস, সীতারাম রবিদাস, মতিলাল রবিদাস, গণেশ রবিদাস, কাঞ্চন রবিদাস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ