হালুয়াঘাটে পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ও দুপুরে এ ঘটনা ঘটে।
সকালে উপজেলার জুগলী ইউনিয়নের পুর্ভ ঘিলাভূই গ্রামে নুসরাত জাহান সোমা (২) নামে এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নুসরাত জাহান সোমা উপজেলার জুগলী ইউনিয়নের পূর্ব ঘিলাভূই গ্রামের মো বাবুল মিয়ার কন্যা।
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমা নিজের পরিহিত প্যান্টের ময়লা পরিস্কার করতে পুকুরের পাড়ে গেলে হঠাৎ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্বজনরা।
অপরদিকে একই দিন দুপুরে উপজেলার ধুরাইল ইউনিয়নের দরাবন্নি গ্রামের আমিনুল ইসলামের ১৮ মাস বয়সী পুত্র সিয়াম বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা যায়। পৃথক দুটি ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ মনোয়ার হোসেন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস পৃথক দুটি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, থানা পুলিশ প্রেরণের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল