হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রাম থেকে একটি বিলাসবহুল বিএমডব্লিউ ব্র্যান্ডের গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ বিকেলে শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের ইংল্যান্ড প্রবাসী গাজীউর রহমানের বাড়ি থেকে গাড়িটি জব্দ করা হয়।
ইংল্যান্ড প্রবাসী গাজীউর রহমান কার্নেট সুবিধায় গাড়িটি দেশে এনে দীর্ঘদিন ব্যবহার করছিলেন। নিদিষ্ট মেয়াদ শেষে গাড়িটি তিনি তার গ্রামের বাড়িতে রেখে দেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার অভিযান পরিচালনা করে গাড়িটি জব্দ করা হয়। এসময় বাড়িতে গাজীউর রহমান না থাকায় গাড়ির চাবি বা কোন কাগজপত্র পাওয়া যায়নি।
পরে সেখানকার সরু রাস্তায় রেকার যেতে পারায় গাড়িটি স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীর জিম্মায় রাখা হয়। সেই সাথে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়। শনিবার সকালে গাড়িটি শুল্ক বিভাগের হেফাজতে আনা হবে।
সরজমিনে দেখা যায় গাড়িটির মডেল থ্রি জিরো ডি বিএমডব্লিউ এক্স ৫। ইন্টারনেটে দেখা যায় বৃটেনে এই গাড়ির দাম ৫৭ হাজার থেকে ৭১ হাজার পাউন্ড। গাড়িটি কার্নেট সুবিধায় বৃটেন থেকেই বাংলাদেশে আনা হয়েছিল।
সিলেট কাস্টম গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা আব্দুল মোতালেব জানান, আমরা গাড়িটি সাময়িকভাবে জব্দ করে ইউপি মেম্বারের জিম্মায় রেখেছি এবং স্থানীয় পুলিশকে অবহিত করেছি। শনিবার গাড়িটি আমাদের জিম্মায় নিয়ে যাব। এর পর যদি এর মালিক বৈধ কাগজ দেখাতে পারেন তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যথায় কাস্টমের বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল