“মানুষ তাই অধিকার চাই” এ স্লোগানে কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ১৬তম মানবাধিকার নাট্য উৎসব শুরু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের বিজয় চত্বরে উৎসবের উদ্বোধন করেন বরেণ্য নৃত্যশিল্পী শুক্লা সরকার।
জেলা মানাপ সভাপতি হারুন আল রশীদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ ও সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। উৎসবে মঞ্চ অভিনেতা ও নাট্য নির্দেশক আলজুস ভূঞাকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়।
তিন দিনব্যাপী উৎসবে অংশ নিচ্ছে মানাপ মাইজখাপন ইউনিয়ন, পৌর ও জেলা কমিটি, নৃত্যাঙ্গন একাডেমি, ঈশাখাঁ সাংস্কৃতিক পরিবার, জলছবি সাংস্কৃতিক সংঘ, স্কাইলার্ক ব্যান্ড, হোসেনপুর মানবাধিকার জারী পরিষদ, হোসেনপুর শাহেদল জারী দল, মুক্তধারা সাংস্কৃতিক সংগঠন ও সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি।
বিডি প্রতিদিন/হিমেল