নেত্রকোনা সাতপাই আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় কমিশনার ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা। ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার বিকালে অনুষ্ঠিত খেলায় ৩-১ গোলে শেরপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেত্রকোনা জেলা।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপের হাতে ট্রফি তুলে দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।
বিকাল ৪টা থেকে ফাইনাল খেলায় প্রথমার্ধে কোনো গোল না হলেও খেলার দ্বিতীয়ার্ধে শেরপুরের জালে প্রথম বল জড়ায় নেত্রকোনা জেলা। খেলার ৬০ মিনিটের সময় পাপনের পায়ের কারিশমায় শেরপুরের জালে বল জড়ায়। পরে ৭০ মিনিটের সময় পেনাল্টিতে গোল করে দলকে সমতায় ফেরায় শেরপুরের সিজার। এরপর ৮৫ এবং ৮৭ মিনিটে পরপর শেরপুরকে দুটি গোল দেন নেত্রকোনার রনি। এতে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে নেত্রকোনা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান এনডিসি। এ সময় প্রধান অতিথি ছিলেন- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত আসনের এমপি হাবিবা রহমান শেফালী, নেত্রকোনার জেলা প্রশাসক মঈনউল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রীপত্নী কামরুন্নেছা আশরাফ দীনা, পৌর মেয়র নজরুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজান মিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তফসির উদ্দিন খান, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজিএম এহসানুল মামুন ও ময়মনসিংহ বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ানসহ ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম