নৌ-যান শ্রমিকদের শুরু করা কর্মবিরতির কারণে বরিশালের সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। আজ শনিবার সকাল থেকে বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ কোনো রুটে যাত্রী নিয়ে কোনো ধরনের লঞ্চ চলাচল করেনি।
নৌ-যান শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধি, পেনশন, সার্ভিস বুক চালু, নৌপথে সন্ত্রাস- চাঁদাবাজি বন্ধ, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মেরিন আইনের সঠিক বাস্তবায়ন ও সব ধরনের শ্রমিক হয়রানি বন্ধ, সব নৌ-শ্রমিকের খাদ্য ভাতা, কর্মস্থল ও দুর্ঘটনায় মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ফের এ কর্মবিরতি শুরু হয়েছে।
নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল আঞ্চলিক কমিটির সভাপতি শেখ আবুল হাসেম জানান, ২০১৬ সাল থেকে তারা বেশ কয়েকবার ১১ দফা দাবিতে দেশব্যাপী লাগাতার কর্মবিরতি পালন করেছিলেন। নৌমন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলেও তাদের অধিকাংশ দাবি পূরণ করেনি লঞ্চ মালিকরা। তাদের অধিকাংশ দাবি মেনে না নেওয়ায় শুক্রবার দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ধর্মঘট শুরু করে।
বিডি প্রতিদিন/ফারজানা