ধর্মঘট না মেনে ঢাকা থেকে লঞ্চ ছাড়ায় হামলা চালিয়ে ওই লঞ্চের লস্করকে পিটিয়ে আহত করেছে পটুয়াখালী ঘাটের তিনটি লঞ্চের কর্মীরা। আহত ব্যক্তির নাম জাহাঙ্গীর। তাকে হাসপাতালে নেয়া হয়েছে।
আজ রবিবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার দিবাগত রাতে নৌ ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে সে ঘোষণার আগেই সন্ধ্যা ৭টায় ঢাকার ঘাট থেকে রাসেল নামের লঞ্চটি ছেড়ে আসে। আজ সকালে পটুয়াখালী ঘাটে পৌঁছার পর ওই হামলার ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা