ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেরামত আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার মুকন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত প্রায় ৮টার দিকে উপজেলার মুকন্দপুর কামালমোড়া পুকুরপাড় দিয়ে যাওয়ার সময় মোটরের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে মারা যান কেরামত আলী। পরে স্থানীরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়জুল আজিম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম