৬ ডিসেম্বর, ২০১৯ ১৮:০৭

শরীয়তপুরে নারী প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানির অভিযোগ

রোকনুজ্জামান পারভেজ, শরীয়তপুর:

শরীয়তপুরে নারী প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানির অভিযোগ

প্রতীকী ছবি

শরীয়তপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মটর ড্রাইভিং কোর্সের তিন নারী প্রশিক্ষণার্থীকে যৌন হয়রানির  অভিযোগ উঠেছে।
 
ওই প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সম জাহাঙ্গীর আখতার ও প্রধান প্রশিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন ওই নারীরা। যদিও এর প্রতিকার চেয়ে এক মাস আগে ওই তিন নারী অধ্যক্ষের কাছে লিখিত দিয়েছিলেন। তবে কোন প্রতিকার না পেয়ে এবার জাতীয় মহিলা সংস্থার শরীয়তপুর কার্যালয়ের চেয়ারম্যানের কাছে অভিযোগ করেছেন তারা। 
 
ইতিমধ্যে প্রশিক্ষক আব্দুর রাজ্জাকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ সম জাহাঙ্গীর আখতার।
 
শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যেখানে সরকার নারীদের স্বাবলম্ভি করার জন্য নানা ধরনের কর্মসূচি বাস্তবায়ন করছে। আর সেখানে সরকারি একটি প্রতিষ্ঠানের একজন প্রশিক্ষক নারীদের অবমাননা করবেন, যৌন হয়রানি করবেন তা মেনে নেয়া যায়না। বিষয়টি আমার নজরে আসার সাথে সাথে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি।
 
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর