৬ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪৬

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে চার ভাই আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে চার ভাই আহত

চুয়াডাঙ্গায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় চার (সহোদর) ভাই আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা রাজশাহী মেডিকেলে নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। শুক্রবার সকালে সদর উপজেলার শংকরচন্দ্র গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, শংকরচন্দ্র গ্রামের মৃত জামাত আলীর ছেলে রফিক উদ্দিন (৪৫), মো. সালাউদ্দিন (৪০), ইমরান হোসেন (৩৫) ও শফিকুল ইসলাম (৫৫)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, শংকরচন্দ্র গ্রামের আনোয়ার হোসেন ও শফিকুল ইসলাম পক্ষের মধ্যে বিলের জমি নিয়ে পূর্ব থেকে বিরোধ ছিলো। এর জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শফিকুল ইসলাম ও তার অন্য তিন ভাই আহত হন।

আহত ইমরান হোসেন বলেন, গ্রামের বিলের জমি নিয়ে পূর্ব থেকে আনোয়ারদের সাথে তাদের মামলা চলে আসছিলো। বছর তিনেক আগে তারা আদালত থেকে নিজেদের পক্ষে রায় পান। সে থেকে প্রতিপক্ষের লোকজন তাদের সাথে বিরোধ সৃষ্টির চেষ্টা চালিয়ে আসছিলো। শুক্রবার সকালে সুযোগ বুঝে তারা অতর্কিতে হামলা চালিয়ে তাদের আহত করে।
ইমরান হোসেন অভিযোগ করেন, হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর