৬ ডিসেম্বর, ২০১৯ ২০:৫৭

শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ ঘুরে দাঁড়িয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ ঘুরে দাঁড়িয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃতে সুখি সমৃদ্ধ বাংলাদেশ তৈরী হয়েছে বলেই দেশের মানুষ ভাল আছে। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে বিদ্যুতের অবস্থা ছিল শোচনীয় সে সময় ঢাকায় ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টাই লোডশেডিং থাকত। এখন শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ বিভাগ ঘুরে দাঁড়িয়েছে আর লোড শেডিং নেই বললেই চলে। এখন বিদ্যুতের অপর নাম জীবন হয়ে দাঁড়িয়েছে। 

শুক্রবার বোচাগঞ্জ উপজেলার রনগাও ইউনিয়নের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ৩০লাখ টাকা ব্যায়ে বাসুদেবপুর গুচ্ছগ্রাম, মালেয়া, পাব্বর্তীপুর মধ্যপাড়া গ্রামের ১২৪টি বাড়িতে বিদ্যুতায়নের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে নৌ প্রতিমন্ত্রী একথাগুলো বলেন। 

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএম হরেন্দ্র নাথ বর্মন, ৬নং-রনগাও ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ।
 
এছাড়াও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সকাল ১০টায় ৪তলা বিশিষ্ট জামে মসজিদের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। 
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর