১৫ ডিসেম্বর, ২০১৯ ২২:২১

'আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে'

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

'আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে'

বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, মুখের কথায় না রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং দেশনেত্রীকে মুক্ত করতে হবে। দেশে গণতন্ত্র নাই সে কারণেই ষড়যন্ত্র হয়।

কেন্দ্রীয় র্কমসূচির অংশ হিসেবে রবিবার সকালে বগুড়া জেলা বিএনপি আয়োজেন দলীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সদস্য কেএম খায়রুল বাশারের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির নেতা রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদিন চাঁন, লাভলী রহমান, আব্দুর রহমান, ডা. মামুনুর রশীদ মিটু, এ কে এম আহসানুল তৈয়ব জাকির, মাহবুবর রহমান বকুল, এম আর ইসলাম স্বাধীন, অ্যাড. শাহজাদী লায়লা আরজুমান, তৌহিদুল আলম মামুন, সহিদ উন নবী সালাম, শেখ তাহা উদ্দিন নাইন, ওমর ফারুক খান, মনিরুজ্জামান মনির, অধ্যাপিকা শামিমা আকতার পলিন, সাইদুজ্জামান শাকিল, খাদেমুল ইসলাম খাদেম, জাহাঙ্গীর আলম, এ বি এম মাজেদুর রহমান জুয়েল, সরকার মকুল, আবু হাসান, নূরে আলম সিদ্দিকী রিগ্যান প্রমুখ। 

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর