১৬ ডিসেম্বর, ২০১৯ ১৮:৪৪

বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হচ্ছে : মজিবর রহমান মজনু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হচ্ছে : মজিবর রহমান মজনু

মজিবর রহমান মজনু

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত হচ্ছে। আওয়ামী লীগ সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ এবং লালন করে। ’৭৫ পরবর্তী সময়ে বাংলাদেশকে মিনি পাকিস্তান বানানোর অপচেষ্টা হয়েছিল। আওয়ামী লীগ তা হতে দেয়নি। আওয়ামী লীগ ’৭২-এর সংবিধান পুনরায় ফিরিয়ে এনেছে। ইতিহাস বিকৃতি থেকে বাংলাদেশকে মুক্তি দিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার সুনিশ্চিত করেছে। দেশ আজ উন্নয়নের সোপানে উদ্ভাসিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর মহান আদর্শ বাস্তবায়নে বাঙালি জাতি আজ ঐক্যবদ্ধ। 

সোমবার দলীয় কার্যালয়ের সামনে মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, টি জামান নিকেতা, তোফাজ্জল হোসেন দুলু, অ্যাডভোকেট আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু, অ্যাডভোকেট আমানুল্লাহ, শাহ্ আব্দুল খালেক, মঞ্জুরুল আলম মোহন, সাগর কুমার রায়, আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল, তবিবর রহমান তবি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম, শাহ্ আখতারুজ্জামান ডিউক, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শেরীন আনোয়ার জর্জিস, অ্যাডভোকেট শফিকুল আলম আক্কাস, আনিছুজ্জামান মিন্টু, শাহাদৎ আলম ঝুনু, এস. এম রুহুল মোমিন তারিক, এস. এম শাজাহান, এবিএম জহুরুল হক বুলবুল, মাশরাফী হিরো, আলরাজী জুয়েল, তপন চক্রবর্তী, আছালত জামান, অ্যাডভোকেট মন্তেজার রহমান মন্টু, রফি নেওয়াজ খান রবিন, আবু সুফিয়ান সফিক, মাফুজুল ইসলাম রাজ, ওবায়দুল হাসান ববি, অধ্যক্ষ খাদিজা খাতুন শেফালী, আলমগীর বাদশা, সুরাইয়া নিগার সুলতানা ডরথী, আব্দুস সালাম, সামছুদ্দিন শেখ হেলাল, শুভাশীষ পোদ্দার লিটন, সাজেদুর রহমান সাহিন, আমিনুল ইসলাম ডাবলু, জুলফিকার রহমান শান্ত, মঞ্জুরুল হক মঞ্জু, অ্যাডভোকেট লাইজিন আরা লিনা, ডালিয়া নাসরিন রিক্তা, নাইমুর রাজ্জাক তিতাস, অসীম কুমার রায়, রাশেদুজ্জামান রাজন প্রমুখ। 

এর আগে সকাল সাড়ে ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল পৌনে ৮টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং সকাল ৮টায় র‌্যালী সহকারে শহীদ খোকন পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর