কুমিল্লাতে বেলুন এবং পায়রা উড়িয়ে মুজিববর্ষের ক্ষণগণনা কর্মসূচি উদ্বোধন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহার, সিটি মেয়র মো:মনিরুল হক সাক্কু, কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর ও জেলা পুলিশ সুপার মো: সৈয়দ নুরুল ইসলাম।
শুক্রবার কুমিল্লা টাউন হল মাঠে কুমিল্লা জেলা প্রশাসন ও কুমিল্লা সিটি কর্পোরেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় টাউন হলে কুমিল্লার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েক সহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে মুজিববর্ষ উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করা হয়েছে। সকালে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়ের মনিরুল হক সাক্কু, নির্বাহী কর্মকর্তা অনুপম বড়ুয়া, প্যানেল মেয়র জমির উদ্দিন খান জম্পি প্রমুখ।
এছাড়া সকালে নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি, কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার মো:সৈয়দ নুরুল ইসলাম ও কুমিল্লার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন