নেত্রকোনার পাহাড়ী সীমান্ত উপজেলা কলমাকান্দা থেকে পুলিশ বিলুপ্ত প্রজাতির দামী তক্ষকসহ তিন জন ব্যবসায়ীকে আটক করেছে। উপজেলার সীমান্তবর্তী গ্রাম কচুগড়া এলাকা থেকে গতকাল শুক্রবার গভীর রাতে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার কনের ভিটা গ্রামের হরকান্ত বারইয়ের ছেলে সহদেব বারই (৩৩), কলাবাড়ি গ্রামের রামলাল রায়ের ছেলে সূর্যকান্ত রায় (৫৯) ও প্রেমচান বারইয়ের ছেলে পরিতোষ রায় (৪৮)। আজ শনিবার দুপুরে আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কলমাকন্দা থানার পুলিশ জানায়, গোপন সংবাদের খবরে সীমান্ত এলাকায় শুক্রবার গভীর রাতে এস আই এস এম তরিকুল ইসলামের সঙ্গীয় অফিসার ফোর্সসহ তক্ষকসহ এদেরকে আটক করে। আটককৃতরা জানায়, ৫০ হাজার টাকা দিয়ে কোন এক গারোর কাছ থেকে তারা এটি কিনেছেন। তবে তক্ষকটির সঠিক মূল্য জানা যায়নি। বিভিন্নজন বিভিন্ন রকমের দাম বলছেন।
কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এরা সবাই একই জেলার একই উপজেলার বাসিন্ধা। এরা একটি বড় ধরেনর প্রতারক চক্র বলে জানান ওসি।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ