বাগেরহাটে ৩ লাখ ২৮ হাজার ৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনে জেলার ৯টি উপজেলায় ভ্রাম্যমাণ, অস্থায়ী কেন্দ্রসহ সর্বমোট ১ হাজার ৭৯১টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের টিকা খাওয়ানো হয়।
বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ জানান, শনিবার সকাল আটটা থেকে জেলার বিভিন্ন কেন্দ্রে মায়েরা তার শিশুকে নিয়ে যেয়ে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। বিকেল চারটা পর্যন্ত শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ