ইভিএমের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, আমরা আশাবাদী এবং মনে করি, ইভিএম পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। এটা নিয়ে আগে থেকে আশঙ্কা করার কোনো কারণ নেই।
আজ শনিবার দুপুরে ঢাকা থেকে নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। এ সময় দলের মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল, সৈয়দপুর, রংপুর ও কুড়িগ্রাম লালমনিরহাটের পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক