জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন ও উন্নয়ন ছিল শোষিত মানুষের জন্য। তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন ও উন্নয়নকে বুকে ধারণ করেই আমাদের একসাথে পথ চলতে হবে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন সে স্বপ্নকে ধারণ করেই বঙ্গবন্ধুরকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পথ চলছেন। আর সেই পথকে অনুসরণ করে বঙ্গবন্ধুর দর্শন ও উন্নয়নের আদলে আগামী ২০২১ সালে মধ্যম আয়ের ও ২০৪১ সালে উন্নত দেশের কাতারে পরিণত করতে চায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে অর্থনৈতিক সম্পর্ক, বিপণন, অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলা আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” “বঙ্গবন্ধুর দর্শন ও উন্নয়ন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হুইপ ইকবালুর রহিম এমপি।
তিনি দিনাজপুরসহ সারাদেশকে মাদক ও জঙ্গিমুক্ত করার অঙ্গিকার ব্যক্ত করে বলেন, প্রশাসন থেকে শুরু করে জনগণের সম্পৃক্ততায় দেশের যুবসমাজকে মাদক ও জঙ্গি থেকে দূরে রাখার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে আলোকিত করতে ঐক্যবদ্ধ’র কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর দর্শন ও স্বপ্ন আজ স্বপ্ন নয়, বাস্তবে রুপ নিচ্ছে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফিরুজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু সালেহ মাহফুজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিউর রহমান, দিনাজপুর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আবু বকর সিদ্দিক, দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র ও বীরমুক্তিযোদ্ধা শফিকুল হক ছুটু, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী, সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু প্রমুখ।
এর আগে শনিবার সকাল থেকেই সকল শ্রেণির মানুষের ঢল নামে দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে। “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” শীর্ষক অনুষ্ঠান মালার অংশ হিসেবে সকল শ্রেণির পেশার মানুষকে নিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নেতৃত্বে শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার