জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপনের লক্ষ্যে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা-সুশীল নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা বয়সের হাজারো মানুষ অংশগ্রহণ করে। পরে কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মক্তমঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌরমেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির,সহ-সভাপতি শহীদ বিশ্বাস প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী করা হয়। এছাড়া বিকাল তিনটায় শিশু কিশোরদের অংশগ্রহণে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার