‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শ্লোগানকে সামনে রেখে গলাচিপায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উদ্যোগে গলাচিপা উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সকালে স্থানীয় তুরস্ক ফ্রেন্ডশিপ স্কুল মাঠ থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সুহৃদ সালেহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, গলাচিপা থানার অফিসার ইনচার্জ আখতার মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, মুক্তিযোদ্ধা কালাম মো. ঈসা, গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিনসহ সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/শফিক