শরীয়তপুর সদরে চার ইভটিজারকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডোমসার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন সদর উপজেলার ভর্তাইসার গ্রামের মুজাম্মেল হকের ছেলে সজিব আহম্মেদ (১৪), দেলোয়ার মাদবরের ছেলে ইব্রাহিম মাদবর (১৫), স্বপন মাদবরের ছেলে নিলয় আহম্মেদ সম্রাট মাদবর (১৬) ও বসির মাদবরের ছেলে সৌরভ মাদবর (১৬)। ইভটিজিং এ শিকার ছাত্রীর পিতা ইয়াকুব সরদারের দায়ের করা মামলায় তাদের হাজতে পাঠানো হয়।
মামলার এজাহার ও পালং মডেল থানা সূত্রে জানাযায়, সদর উপজেলার ভর্তাইসার গ্রামের রিক্সাচালক ইয়াকুব সরদারের স্কুলে পড়ুয়া দুই মেয়েকে দীর্ঘদিন ধরে ডোমসার গ্রামের আসামী সজিব মাদবর, সম্রাট মাদবর, ইব্রাহিম মাদবর ও সৌরভ মাদবর স্কুলে যাতায়াতের পথে উত্যক্ত করে আসছিল। ঘটনার প্রতিবাদ করায় আসামিরা গত মঙ্গলবার রাতে বাদীর মেয়েকে টয়লেটে আটকে রাখে। বাদীর স্ত্রীকে মারধর করে এবং বাদীকে রাস্তায় বের হলে দেখে নিবে মর্মে হুমকি দেয়।
গতকাল শুক্রবার সকালে উত্যাক্ত হওয়া ছাত্রীর পিতা পালং মডেল থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে ওইদিন রাতেই তাদের আটক করে পুলিশ। আটককৃতদের শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সাথে বা স্কুল কলেজের সামনে যদি কেউ ইভটিজিং করে তাদের আইনের আওতায় আনা হবে। শুক্রবার ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন এন্ড কলেজের এক ছাত্রী ইভটিজিং এর শিকার হয়। ইভটিজিং এ শিকার ছাত্রীর পিতা থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে এসআই আতিয়ার রহমান অভিযান পরিচালনা করে ইভটিজারদের গ্রেফতার করেছে। পরে শনিবার আটককৃত ইভটিজারদের আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ